ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে হিন্দি সিনেমা ‘ফারাজ’ বানিয়েছেন হংসল মেহতা। ছবিটি ভারতে মুক্তি পেলেও এখনো বাংলাদেশে মুক্তি পায়নি।
ছাত্র-জনতার গণ–আন্দোলনের মুখে গত সোমবার দুপুরে শেখ হাসিনার পতন ও দেশত্যাগ নিয়ে আলোচনার মধ্যে বলিউড নির্মাতা হংসল মেহতা লিখেছেন, ‘তিনি (শেখ হাসিনা) সমালোচনাকে ভয় পেতেন।’
সোমবার বিকেলে এক দীর্ঘ এক্স পোস্টে ‘ফারাজ’ নির্মাণ করতে গিয়ে শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ার কথা লিখেছেন এই নির্মাতা। তিনি (শেখ হাসিনা) সবকিছুকে নিয়ন্ত্রণ করতে চাইতেন বলেও অভিযোগ তুলেছেন এই নির্মাতা।
‘স্ক্যাম ১৯৯২’, ‘আলীগড়’, ‘স্কুপ’ নির্মাতা লিখেছেন, ‘এই সরকার কতটা কর্তৃত্ববাদী, সেটা বিশ্বের কাছে লুকাতে মরিয়া ছিল। তিনি নিজের বিরুদ্ধে সমালোচনাকে ভয় পেতেন। তারা আমাদের কণ্ঠ রোধ করতে চেয়েছে।’
‘ফারাজ’ নির্মাণ করতে গিয়ে রোষানলে পড়ার কথা জানিয়ে হংসল মেহতা লিখেছেন, ‘আমাকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হয়েছে। ভারতের মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে আমাকে বলা হয়েছিল, ছবিটি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটাবে। বিভিন্ন সন্ত্রাসী সংগঠন থেকে আমাকে ক্রমাগত হত্যার হুমকি দেওয়া হয়েছিল। পরে আমাকে পুলিশি নিরাপত্তা নিতে হয়েছিল।’
এর আগে নির্মাতা বলেছিলেন, তরুণেরা কীভাবে সহিংসতায় জড়িয়ে পড়েন, তা আবিষ্কারের চেষ্টা করেছেন সিনেমায়। সেই সঙ্গে সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে অসম সাহস ও মানবতার প্রয়োজন, সে বিষয়েও আলোকপাত করা হয়েছে সিনেমায়।
ছবিটি প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার। সিনেমায় ফারাজ হোসেন চরিত্রে অভিনয় করেছেন জাহান কাপুর। অন্যান্য চরিত্রে রয়েছেন আদিত্য রাওয়াল, আমির আলী, জুহি বব্বর, শচীন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানিসহ অনেকে।
সৌজন্যে: প্রথম আলো।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:০০ ১২৮ বার পঠিত