মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪

রিট খারিজ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬০০ কোটি টাকা কর দিতে হবে

প্রথম পাতা » প্রধান সংবাদ » রিট খারিজ ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬০০ কোটি টাকা কর দিতে হবে
মঙ্গলবার, ৬ আগস্ট ২০২৪



শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা প্রায় ৬০০ কোটি টাকার কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে গ্রামীণ কল্যাণকে প্রায় ৬০০ কোটি টাকা কর সরকারকে পরিশোধ করতে হবে।

রোববার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল খারিজ করে রায় দেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল­াহ আল মামুন। তিনি বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা আপিল আবেদন করবেন।

এর আগে ১১ মার্চ এ বিষয়ে দায়ের করা দুটি রিট আবেদন নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে আগামী তিন মাসের মধ্যে ওই রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি করে নিষ্পত্তি করতে বলা হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা পলী। গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল ও সরদার জিন্নাত আলী।

বাংলাদেশ সময়: ৬:০১:০৪   ৩৩ বার পঠিত