আজ সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জনরোষের মুখে রাজধানী ঢাকা থেকে পালিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর নিশ্চিত করেছেন বার্তা সংস্থা এএফপির কাছে। তিনি বলেন, শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে নিরাপদে পালিয়ে গেছেন। পালানোর আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন। কিন্তু তাকে সেই সুযোগ দেয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৫:৩২:৪৮ ২০৩ বার পঠিত