রবিবার, ৪ আগস্ট ২০২৪

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ
রবিবার, ৪ আগস্ট ২০২৪



ফেসবুক ও হোয়াটসঅ্যাপ বন্ধের নির্দেশ

দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে। রোববার দুপুর দেড়টার দিকে সরকারের পক্ষ থেকে এই নির্দেশনা দেয়া হয়।

শিক্ষার্থীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। একটি মোবাইল ফোন অপারেটরের শীর্ষ কর্মকর্তা বলেন, ফোরজি সেবা বন্ধের নির্দেশনা তাদের কাছে এসেছে।

এর আগে শনিবার অপারেটরদের ফেসবুক ও মেসেঞ্জারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্লক করার নির্দেশ দেয়া হয়েছিল। এর ছয় ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেয়া হয়। তার একদিন পর আবারও মোবাইল ইন্টারনেট বন্ধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের নির্দেশ দেয়া হলো।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৮   ৮৯ বার পঠিত