নরসিংদীতে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গসংঠনের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৩টায় সদর উপজেলা মোড় এলাকার প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এদিন, কোটা আন্দোলনকে ঘিরে গণহত্যা, গণগ্রেপ্তার, শিক্ষকদের ওপর হামলা ও শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র-জনতার গণমিছিলে বাধা দেয় পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দরা। এরপর শিক্ষার্থীরা জেলখানা মোড় থেকে বাসাইল পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে শার্ন্তিপূর্ণভাবে অবস্থান নেন। পরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়। আহতরা শহরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ সময় ডিবি, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ খবর ছড়িয়ে পড়লে বিকালে ঢাকা-সিলেট মহাসড়ক নরসিংদীর বাসাইল থেকে জেলখানা মোড় পর্যন্ত হাজার হাজার আন্দোলনকারী শিক্ষার্থী শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। এ সময় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে নরসিংদী মডেল থানার ওসি তানভীর জানান, বিষয়টি পুরোপুরি আমার জানা নাই।
খোঁজ নিয়ে দেখছি। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ মুঠোফোনে বলেন, আমি মাধবদীর সাইডে আছি। সংঘর্ষের কোনো খবর আমরা পাইনি।
বাংলাদেশ সময়: ৩:০৩:৪৭ ৭১ বার পঠিত