শনিবার, ৩ আগস্ট ২০২৪

ফেসবুক থেকে নেয়া ‘৮ জোড়া নিষ্পাপ চোখ ঘুমাতে দেয় না’ (ভিডিও)

প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেসবুক থেকে নেয়া ‘৮ জোড়া নিষ্পাপ চোখ ঘুমাতে দেয় না’ (ভিডিও)
শনিবার, ৩ আগস্ট ২০২৪



কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তেজনা যেন থামছেই না। এখনো শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন নিহতদের বিচারের দাবিতে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠে নেমেছেন তারকারাও। তবে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে আবু সাঈদকে নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। এবার তিনি আরও একটি পোস্ট করে তুলে ধরেছেন কোটা সংস্কার আন্দোলনে নিহত শিশু আর শিক্ষার্থীদের কথা। ফেসবুকে কোটা আন্দোলনে নিহত ৮ শিশুর ছবি শেয়ার করে লিখেছেন, দম বন্ধ লাগছে। জুলাই মাস আগে থেকেই আমার জন্য একটি বিষণ্নতার মাস ছিল। কিন্তু ২০২৪-এর জুলাইয়ের শেষ ১৩ দিন যেন সবকিছু ছাড়িয়ে গেল। ৮ জোড়া নিষ্পাপ চোখ আমাকে ঘুমাতে দেয় না।

কোটা সংস্কারের আন্দোলন নিয়ে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় সরব জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন।

রেসিডেনসিয়াল মডেল কলেজের ফারহান ফাইয়াজের পড়ার টেবিলের ছবি দেখে চোখ ঝাপসা হয়ে ওঠে। ছেলেটা নিষাদের চেয়ে মাত্র কয়েক মাসের বড় ছিল! শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের মৃত্যু মেনে নিতে পারছেন না এই অভিনেত্রী। তিনি গ্রেপ্তার আর মুগ্ধর প্রসঙ্গ টেনে বলেন, ফেসবুকে ঢুকলেই বাচ্চা বাচ্চা ছেলেদের টেনেহিঁচড়ে গ্রেপ্তারের দৃশ্য! আর সারাক্ষণ কানে বাজে একটা কণ্ঠ- এই পানি লাগবে কারোর, পানি পানি।

বাংলাদেশ সময়: ২:২৫:২৯   ৬৮ বার পঠিত