শনিবার, ৩ আগস্ট ২০২৪

পিটার হাসকে হুমকিদাতা সেই চেয়ারম্যানের সম্পদ ক্রোকের আদেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » পিটার হাসকে হুমকিদাতা সেই চেয়ারম্যানের সম্পদ ক্রোকের আদেশ
শনিবার, ৩ আগস্ট ২০২৪



চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে মারধরের হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী এবং তার স্ত্রী সাহেদা বেগমের অবৈধভাবে অর্জিত স্থাবর সম্পদ জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমকে বিষয়টি জানান দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মো. আতিকুল আলম।

এর আগে, একই কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মুজিবুলের দুটি মামলা দায়ের করেন। এর মধ্যে একটি মামলায় মুজিবুলের পাশাপাশি তার স্ত্রীকে আসামি করা হয়।

মামলার পর মুজিবুলের ৬৭ লাখ ১৩ হাজার ৫৯১ টাকা এবং তার স্ত্রী সাহেদার ৭০ লাখ ৯৯ হাজার ৬২২ টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দে আদালতে আবেদন করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেন।

দুদকের দায়ের করা একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামি মুজিবুল জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর অর্জন করে ভোগ-দখলে রেখেছেন। এটি দুদক আইনের ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

গত বছরের ৬ নভেম্বর মুজিবুল হক প্রকাশ্য জনসভায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। বিভিন্ন সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর ‘অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে’ চাম্বল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক সভায় মুজিবুল হক রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। মুজিবুল হকের এই বক্তব্যকে ‘সহিংস বক্তব্য’ হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

বাংলাদেশ সময়: ১:৫৫:৩২   ৩০ বার পঠিত