শুক্রবার, ২ আগস্ট ২০২৪

‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল ঢাকার আদালত

প্রথম পাতা » জাতীয় » ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল ঢাকার আদালত
শুক্রবার, ২ আগস্ট ২০২৪



‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে উত্তাল ঢাকার আদালত

চলমান কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বারের শতাধিক আইনজীবীরাও অংশ নেন। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হন। পরে সেখান থেকে মিছিল নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) সামনে গিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকেন।

গতকাল দুপুর আড়াইটার দিকে ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে শিক্ষার্থী ও আইনজীবীদের বিক্ষোভ মিছিল শুরু হয়। সেখান থেকে মিছিল নিয়ে সিএমএম আদালতের সামনে যান তারা। সিএমএম আদালতের সামনে তারা বেশ কিছুক্ষণ বিক্ষোভ করতে থাকেন। এ সময় তাদেরকে আমার ভাইরে মারছো কেন, প্রশাসন বিচার চাইসহ নানা স্লোগান দিতে দেখা যায়। চলমান কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার সাধারণ শিক্ষার্থীদের মুক্তি চেয়েও স্লোগান দেন শিক্ষার্থীরা।

‘আমার ভাই জেলে কেন? খুনিরা বাইরে কেন?’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। পরে তারা আবার ঢাকা আইনজীবী সমিতির সামনে এসে বিক্ষোভ করেন। পরে আওয়ামীপন্থি আইনজীবীরা বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধা দেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা দেখা যায়।

বাংলাদেশ সময়: ১০:৫৫:০৫   ৫২ বার পঠিত