রবিবার, ২৮ জুলাই ২০২৪

আজ বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

প্রথম পাতা » প্রধান সংবাদ » আজ বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট
রবিবার, ২৮ জুলাই ২০২৪



আজ বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

মোবাইল ইন্টারনেট (ফোর-জি) আজ রোববার বিকেল ৩টা থেকে চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকে পর এই সিদ্ধান্ত জানান তিনি।

তিনি বলেন, ‘আমাদের বৈঠক শেষে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজ বিকেল ৩ টা থেকে মোবাইল নেটওয়ার্কের ফোর-জি ইন্টারনেট কানেক্টটিভিটি পুনঃস্থাপন করবো। তারজন্য প্রযুক্তি সহয়তা সবসময় দেবো। মোবাইল নেটওয়ার্ক অপারেটরাও যত দ্রুত সম্ভব প্রস্তুতি গ্রহণ করবে।’

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ফোর-জি ইন্টারনেট সেবা চালুর পর আগামী তিন দিনের জন্য সব ব্যবহারকারীকে ৫ জিবি ইন্টারনেট বিনামূল্যে দেওয়া হবে।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের এক পর্যায়ে ১৭ জুলাই বুধবার মধ্যরাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরদিন ১৮ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে ৯টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার। এর পর ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটক বাংলাদেশে বন্ধ রাখা হয়েছে। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবা এখনো স্বাভাবিক হয়নি।

বাংলাদেশ সময়: ১২:৫৯:৩০   ৪৫ বার পঠিত