শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

পা‌নি‌তে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু

প্রথম পাতা » শিরোনাম » পা‌নি‌তে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



 

পা‌নি‌তে পড়ে দুই ভাই-বোনের মৃত্যু

ঠাকুরগাঁও‌য়ে পা‌নিতে পড়ে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশুরা হলো- শ্রী সম্পদ কুমার (৭) ও মহা রানী (৫)। শিশু দুটি সদর উপজেলা সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী এলাকার শ্রী দয়াল চন্দ্র বর্মনের সন্তান।

সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের,দয়াল চন্দ্র বর্মনের বাসার পূর্বে পাশে পুকুরের পানিতে ডুবে শ্রী সম্পদ কুমার (৭) ও মহা রানী (৫) সহদর দুই ভাই-বোনের মৃত্যু হয়।

দয়াল চন্দ্র বর্মন বলেন, সকালে আমি এবং আমার স্ত্রী মাঠে কাজ করতে যাই। সঙ্গে আমাদের বাচ্চা দুটিকে নিয়ে যাই। আমরা কাজ করছিলাম। বাচ্চা দুটি খেলতে খেলতে হঠাৎ করে পুকুরে পড়ে যায়। আমরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে পুকুরে খুঁজে পাই। দুজনই পুকুরে মরে ভেসেছিল। প‌রে প‌রিবা‌রের লোকজন পুকুর থে‌কে ওদের মর‌দেহ উদ্ধার ক‌রে।

রু‌হিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সো‌হেল রানা ব‌লেন, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠা‌নো হয়। কারো কোনো অভিযোগ না থাকায় প‌রিবা‌রের কা‌ছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:০৬   ১৯৪ বার পঠিত