স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ
রাজবাড়ীতে পুলিশি বিশেষ অভিযানে একটি দেশীয় ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা গুলিসহ কুষ্টিয়া জেলার দুই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, কুষ্টিয়া জেলার খোকসা থানার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া পশ্চিমপাড়া গ্রামের মিন্টু ওরফে মন্টু শেখের ছেলে জাহাঙ্গীর শেখ (২১) অপরজন একই থানার ওসমানপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত দুলাল শেখের ছেলে আশরফ ওরফে আশরাফুল শেখ (৪২)।
শনিবার (১৬সেপ্টেম্বর) গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জেলার পাংশা মডেল থানার ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(a)(f) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ এর সার্বিক দিক নির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে পাংশা মডেল থানার একটি চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিওিতে গত শুক্রবার রাতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেফতার করে।
জানা যায়, পাংশা থানার কলিমহর ইউনিয়নের বসা কুষ্টিয়া ব্রীজের উপর হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাবাদে তারা জানায় পাংশার বিভিন্ন ইউনিয়নে অস্ত্রের ভয় দেখাইয়া চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আসতেছিল।
বাংলাদেশ সময়: ১৪:৫২:৩০ ৩৫২ বার পঠিত