বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪

আন্দোলনকারীদের দখলে শনির আখড়া, টোলপ্লাজায় আগুন

প্রথম পাতা » জাতীয় » আন্দোলনকারীদের দখলে শনির আখড়া, টোলপ্লাজায় আগুন
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪



আন্দোলনকারীদের দখলে শনির আখড়া, টোলপ্লাজায় আগুন

পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে শনির আখড়া। রাতে সেখানে টায়ার ও কাঠজ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায়ও আগুন দেওয়া হয়েছে।

রাত এগারটায়ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দখলে রেখেছেন আন্দোলনকারীরা। শনির আখড়া থেকে সাইনবোর্ড পর্যন্ত হাজারো আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। শনির আখড়ার রাস্তায় এখনো আগুন জ্বলছে।

সকাল ১০টা থেকে শনির আখড়ায় দনিয়া কলেজের শিক্ষার্থীরাসহ স্থানীয় শিক্ষার্থীরা জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন। তবে সন্ধ্যার সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে। রাত ১১টা পর্যন্ত একই অবস্থা চলছিল।

বাংলাদেশ সময়: ১:১৬:১৪   ১৬৮ বার পঠিত