বুধবার, ১৭ জুলাই ২০২৪

‘ভুল সংস্কার দোষের কিছু নয়’

প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘ভুল সংস্কার দোষের কিছু নয়’
বুধবার, ১৭ জুলাই ২০২৪



জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেজাহান।

হাল সময়ের জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেজাহান। বর্তমানে তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রে। কিন্তু সেখান থেকেও দেশের বর্তমান পরিস্থিতি ভাবাচ্ছে থাকে। কোটা আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা নিয়ে পর পর নিজের মত প্রকাশ করছেন ফেসবুকে। সম্প্রতি নীল লিখেছেন, একটা জিনিস বুঝতে হবে। দেশের কোনো আইনের সংস্কার চাওয়া মানে দেশের বিরুদ্ধে যাওয়া নয়। এই সহজ জিনিসটা বোঝা জরুরি। কোনো কিছুকে সংস্কারের দাবি জানানো দেশেরই কল্যাণে। দেশের অভিভাবকদের কাছেই দাবি জানানো সহজাত। অভিভাবকরা উদার মনে দাবি শুনবেন, কথা বলবেন, নিজ সন্তান মনে করে, সেটাই কাম্য।

সাধারণ শিক্ষার্থীরা এই দেশেরই সন্তান, দেশের কল্যাণেই সংস্কার চাইছে। তরুণদের মতামতকে গুরুত্ব দিয়ে, তাদের সঙ্গে দূরত্ব কমানোও তো যেতে পারে। অসংবেদনশীল শব্দ ব্যবহার করে একটা প্রজন্মের সঙ্গে দূরত্ব বাড়ে, এই জিনিসটা বোঝাও জরুরি আমাদের অভিভাবকদের। দেশটা তো আমাদের সবার, আমরা সবাই শত অভিযোগ শেষে এই দেশটাকে ভীষণ ভালোবাসি। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বলেই, নিজের অধিকার নিয়ে কথা বলি বার বার। নীল যোগ করে লিখেন, এতজন সাধারণ শিক্ষার্থী যখন একটা ব্যাপারে নিজেদের আপত্তি জানিয়েছে, তাদের যুক্তিগুলো তো বোঝার চেষ্টা করা যেতে পারে। অভিভাবকদেরও ভুল হয়। ভুল সংস্কার দোষের কিছু নয়।

বাংলাদেশ সময়: ১:০১:২৩   ১৪৭ বার পঠিত