শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

ভোলার লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম পাতা » শিরোনাম » ভোলার লালমোহনে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩



 

ভোলার লালমোহনে পুকুরে  ডুবে শিশুর মৃত্যু

লালমোহন(ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. আয়াত নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকাল চারটার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর এলাকার মেলকার বাড়ীতে এ ঘটনা ঘটে। শিশু আয়াত একই এলাকার হাওলাদার বাড়ীর মোঃ ফিরোজ হাওলাদারের ছেলে।

জানা গেছে, শিশু আয়াত বাবা মায়ের সাথে ঢাকাতে থাকতেন। দু’দিন আগে আয়াত তার মায়ের সাথে নানা বাড়ীতে বেড়াতে আসে। শুক্রবার বিকেলে আয়াত খেলতে বের হওয়ার কিছু সময় পর মা আছিয়া তাকে দেখতে না পেয়ে খুঁজতে বের হয়ে দেখেন আয়াত পুকুরের পানিতে ভাসছে। তখন সে চিৎকার করলে বাড়ীর সবাই চলে আসে এবং দ্রুত গতিতে পানি থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল তৈরী করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪২:০১   ২১৩ বার পঠিত