গেল সোমবার মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট দেন চিত্রনায়ক ওমর সানী। যা নিয়ে তৈরি হয় রহস্য। সেখানে তিনি লিখেন, আজকে আমি কোর্টে যাচ্ছি, তোরে আমি! কেউ কেউ এটাকে রসিকতা মনে করলেও পরদিন সকালে ঠিকই মামলা করেছেন তিনি। জানা যায়, ধারের টাকা তুলতে না পেরে এই কাজ করেছেন। তবে কার বিরুদ্ধে মামলা করেছেন তা জানাননি তিনি। ওমর সানী বলেন, তিনি আমাদের সার্কেলেরই একজন। তবে বলা যাবে না।
বাংলাদেশ সময়: ১৯:২৯:৩২ ৮২ বার পঠিত