কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদ সংলগ্ন নরসুন্দা নদীর পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা অর্ধপাকা স্থাপনাটি উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী ও সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ স্থাপনা উচ্ছেদ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, পাগলা মসজিদ সংলগ্ন নরসুন্দা নদীর পাড়ে মাঝে মধ্যে কিছু ছোট বড় অবৈধ স্থাপনা গড়ে উঠে। এই জায়গায় আমরা আগেও অভিযান পরিচালনা করেছি। এখানে যে জায়গাটি আছে সেটি একেবারেই নদীর জায়গা। আমাদের রেকর্ডে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী এই স্থাপনাটি নদীর জায়গার মধ্যে পড়েছে। নদী রক্ষার বিভিন্ন বিষয় যেহেতু আছে নদীর পাড় রক্ষার জন্য আমরা অর্ধপাকা স্থাপনাটি উচ্ছেদ করলাম।
তিনি আরও বলেন, নরসুন্দা নদীর পাড়ে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা ক্রমান্বয়ে উচ্ছেদ করা হবে। সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ না করা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১২:৩৭:০৬ ১৭৯ বার পঠিত