শনিবার, ৬ জুলাই ২০২৪

রাজবাড়ীতে ডাকাতির প্রায় ৪লক্ষ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ বিভিন্ন মামলার ৫ডাকাত গ্রেপ্তার

প্রথম পাতা » শিরোনাম » রাজবাড়ীতে ডাকাতির প্রায় ৪লক্ষ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ বিভিন্ন মামলার ৫ডাকাত গ্রেপ্তার
শনিবার, ৬ জুলাই ২০২৪



স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ৩ লক্ষ ৬৮ হাজার টাকা, ১ভরি ৫ আনা স্বর্ণালংকার উদ্ধারসহ বিভিন্ন জেলার  ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

যাদের প্রত্যেকেরই বিরুদ্ধে রয়েছে প্রায় ডজন খানেকের মত মামলা।

শনিবার (৬জুলাই) রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এই ঘটনাটি  জানা যায়।

জেলার গোয়ালন্দঘাট থানায়- ১৬(০৩)২৪ নং মামলার সাথে জড়িত আটক ডাকাত সদস্যরা হল, শরীয়তপুর জেলার জাজিরা থানার কুন্ডেরচর গ্রামের মোহাম্মদ দেওয়ান এর ছেলে আনোয়ার দেওয়ান (৪২),  একই থানার জামাল মাদবর কান্দি গ্রামের আবুল কাশেমর ছেলে মঞ্জু মৃধা উরফে মন্টু মৃধা (৪৫) ও মোনার দেউল (সোনার দৌড়) গ্রামের মৃত মোসলেম পেদা এর ছেলে ছাব্বির উরফে হাত কাটা ছাব্বির  উরফে স্বপন (৫২),

মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানার বালিরচর গ্রামের মৃত মোতালেব খাঁর ছেলে মোঃ কামাল খাঁ (৪২),  ঢাকার কেরানীগঞ্জ থানার গুইতা কৃষ্ণনগর গ্রামের মৃত মঙ্গল চন্দ্র সরকারের ছেলে বিশ্বনাথ সরকার (৫৩)।

জানাগেছে,

ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৮১(৫)২৪ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড এর ডাকাতি করাকলে উল্লেখিত আসামীদের গ্রেফতার করে।

পরবর্তীতে উক্ত আসামীদের গোয়ালন্দঘাট থানার মামলা নং- ১৬(০৩)২৪ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড মূলে গ্রেফতার দেখিয়া ৫ দিনের পুলিশ রিমান্ডে আনিয়া জিজ্ঞাসাবাদে জানা যায় যে,

গোয়ালন্দঘাট  চর দৌলতদিয়া রোকন মোল্লার পাড়া সাকিনস্থ বাদী মোঃ জামাল মোল্লা(৪৮) এর আপন ছোট ভাই মোঃ হাসান মোল্লার একতলা বিশিষ্ট বিল্ডিং ঘরে ডাকাতি করে তাদের দেওয়া তথ্য মতে গোয়ালন্দঘাট থানা পুলিশ অভিযান পরিচালনা করে (২২ জুন)  ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার আটি বাজার এইচএম আলম টাওয়ারের নিচ তলায় নুপুর স্বর্ণবিতান নামক দোকান হইতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল নগদ ৬৮ হাজার টাকা ও স্বর্ণাংলকার ১ ভরি ৫ আনা এবং ডিএমপি কোতয়ালী থানার তাঁতি বাজারস্থ হুমায়রা মঞ্জিল ২৭ নং রাখাল চন্দ্র বসাক লেন মেসার্স হাবিবুর রহমান বুলিয়ান স্টোর হইতে নগদ ৩ লক্ষ টাকা উদ্ধার পূর্বক জব্দ করেন।

আরোও জানা গেছে, আসামী  আনোয়ার দেওয়ান এর বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ৯ টি ডাকাতি মামলা ও ২টি অস্ত্র মামলা সহ মোট ১২টি মামলা রয়েছে।

মোঃ কামাল খাঁ এর বিরুদ্ধে ৫ টি ডাকাতি মামলা, ১টি অস্ত্র মামলা  ও বিভিন্ন ধারায় ৫টি মামলা সহ ১১  টি মামলা রয়েছে।

মঞ্জু মৃধা উটফে মন্টু মৃধা এর বিরুদ্ধে ৭ টি ডাকাতি মামলা রয়েছে।

ছাব্বির উরফে হাত কাটা ছাব্বির উরফে স্বপন এর বিরুদ্ধে ৫ টি ডাকাতি মামলা ও ১টি অস্ত্র মামলা সহ মোট ৬ টি মামলা রয়েছে। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩১:৪৬   ৯৪ বার পঠিত