লালমোহন ( ভোলা) প্রতিনিধি :
ভোলার লালমোহনের তেঁতুলিয়া নদীতে মাছ ধরার নৌকা উল্টে জিহাদ (১৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর এলাকায় তেঁতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ বদরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বদরপুর গ্রামের সাজ্জল বাড়ির শাহজাহান সাজ্জলের ছেলে।
নৌকার মাঝি দেলোয়ার হোসেন জানান, বুধবার রাতে তেঁতুলিয়া নদীতে ছয়জন মিলে মাছ ধরতে যান। এসময় জাল বিছিয়ে রাত আনুমানিক দেড়টার দিকে সকলে ঘুমিয়ে পড়লে পাশ দিয়ে যাওয়া ভলগেটের ঢেউয়ে তাদের নৌকাটি উল্টে যায়। এতে পাঁচজন সাঁতরে অন্য ট্রলারে উঠতে পারলেও ঘটনাস্থলেই মারা যায় জিহাদ।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এনায়েত হোসেন বলেন, সংবাদ পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১৫:৩২:৫৯ ৩০০ বার পঠিত