শনিবার, ২৯ জুন ২০২৪

ট্রাক ভাড়া নিয়ে এক্সপ্রেসওয়ের মালপত্র চুরি করেন সাদ্দাম

প্রথম পাতা » অপরাধ » ট্রাক ভাড়া নিয়ে এক্সপ্রেসওয়ের মালপত্র চুরি করেন সাদ্দাম
শনিবার, ২৯ জুন ২০২৪



ট্রাক ভাড়া নিয়ে এক্সপ্রেসওয়ের মালপত্র চুরি করেন সাদ্দাম

ঢাকা এক্সপ্রেসওয়ের মালপত্র চুরির অভিযোগে সাদ্দাম হোসেন ও মো. মোরশেদ নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তেজগাঁও থানার বাউলবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালপত্র উদ্ধার করা হয়।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন সমকালকে বলেন, সাদ্দাম ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালপত্র চুরি করে আসছিলেন।

তিনি ট্রাক নিয়ে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরে বেড়ান। এরপর সুযোগ বুঝে বিভিন্ন মালপত্র ট্রাকে তুলে নেন। গতকাল এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তাকর্মীরা সিসিটিভিতে চুরির বিষয়টি লক্ষ্য করেন। এদিন সাদ্দাম এক্সপ্রেসওয়েতে থাকা সড়ক প্রতিবন্ধক চুরি করেন। পরে নিরাপত্তাকর্মীরা ধাওয়া দিয়ে সহযোগীসহ তাকেসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।

জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানান, চুরি করা এসব মালপত্র তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন৷ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৮:২০   ৫৪ বার পঠিত   #  #