শুক্রবার, ২৮ জুন ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংলিশ ব্যাটিং গুঁড়িয়ে ১০ বছর পর ফাইনালে ভারত

প্রথম পাতা » খেলা » টি-টোয়েন্টি বিশ্বকাপ ইংলিশ ব্যাটিং গুঁড়িয়ে ১০ বছর পর ফাইনালে ভারত
শুক্রবার, ২৮ জুন ২০২৪



অ্যাকশনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা। | ছবি: এএফপি

রান তাড়া করতে নেমে ভারতের বোলারদের কাছে পাত্তাই পেল না ইংল্যান্ড। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে কুপোকাত হয়েছে জস বাটলাররা। তাতে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত।

প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৭২ রান তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১০৩ রানে থেমেছে ইংলিশরা। অক্ষর ও কুলদীপ ৩টি করে উইকেট নিয়েছেন।

দাপুটে জয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করল ভারত। সবশেষ ২০১৪ সালে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে ফাইনাল খেলেছিল তারা। যদিও সেবার শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের হারে শিরোপা ঘরে তোলা হয়নি। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপের পর ট্রফিটি তাদের ধরা ছোঁয়ায় বাইরে। ২৯ জুনের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে ঘুচবে তাদের ১৭ বছরের অপেক্ষা।

বাংলাদেশ সময়: ৫:১৭:৪৫   ১২৫ বার পঠিত   #