শুক্রবার, ২১ জুন ২০২৪

ভোলার চরফ্যাশনে বাবার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

প্রথম পাতা » শিরোনাম » ভোলার চরফ্যাশনে বাবার সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা
শুক্রবার, ২১ জুন ২০২৪



---

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

ভোলার চরফ্যাশনে উপজেলায় মো.রিযাজ (২১) নামের এক যুবক বাবার সাথে অভিমান করে গ্যাস টেবলেট খেয়ে  আত্মহত্যা  করার খবর পাওয়া গেছে।

১৮ জুন মঙ্গলবার রাতে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চরফকিরা গ্রামের ৫ নং ওয়ার্ডে এঘটনাটি ঘটে। নিহত রিয়াজ একই গ্রামের ফারিয়া আবাসনের বাসিন্দা ও মো.ফিরোজ মাঝির ছেলে।


শশীভূষণ থানার উপ-পরিদর্শক সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দীর্ঘদিন ধরে রিযাজ মানসিক ভারসাম্যহীন ছিল যায়। এজন্য বাড়ি থেকে বিভিন্ন সময় কাউকে না বলে বিভিন্ন যায়গায় চলে যেত আবার নিজে নিজেই বাড়ি ফিরে আসতো।


তারইধারাবাহিকতায় মঙ্গলবার রাতে লেট করে বাড়িতে ফেরায় বাবা ফিরোজ মাঝি তাকে বকাঝকা করে ।এতে কে রিযাজ অভিমান করে স্থানীয় খেজুর গাছিয়া বাজার থেকে গ্যাস টেবলেট খেয়ে বাড়িতে এসে বমি করেন।পরে পরিবারের লোকজন বমির কারণ জানতে চাইলে তাদের কাছে রিয়াজ গ্যাস টেবলেট খেয়ে আসার কথা স্বীকার করলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনামুল হক জানান,পরিবারের অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫১:৪২   ১৩২ বার পঠিত