লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. ইয়াছিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ইয়াছিন মায়ের সাথে আজ সকালে নানা বাড়ীতে বেড়াতে আসে। প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শিশু ইয়াছিন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুর্লভ বাড়ীর কামাল দুর্লভের ছেলে। সে সকালে মায়ের সাথে নানা বাড়ি একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেপারী বাড়ীতে বেড়াতে আসে। দুপুরের খেলতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে তার মা চিৎকার শুরু করলে প্রতিবেশিসহ সকলে মিলে খুঁজতে শুরু করে। একপর্যায়ে কয়েকজন পুকুরের পানিতে নামলে তাকে পানির নিচে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি আপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৪৩:২৩ ৭৫ বার পঠিত