শুক্রবার, ২১ জুন ২০২৪

দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী

প্রথম পাতা » আন্তর্জাতিক » দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী
শুক্রবার, ২১ জুন ২০২৪



দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী

আবগারি দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার (২০ জুন) দিল্লির একটি আদালত তাকে জামিন দেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আগামীকাল শুক্রবার (২১ জুন) জেল থেকে বেরিয়ে আসতে পারেন। জামিনের আদেশের চিঠি কারাগারে পৌঁছানোর পরই বের হতে পারবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বৃহস্পতিবার দিল্লির রউস অ্যাভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায় বিন্দু এই জামিন আদেশ দেন। তবে জামিনের বন্ড হিসেবে কেজরিওয়ালকে ১ লাখ রুপি জমা দেওয়ার আদেশ দেন আদালত।

নিম্ন আদালতের এই রায়ের পর ৪৮ ঘণ্টার জন্য স্থগিতাদেশ চেয়েছিল ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে সেই আবেদন খারিজ করে দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৯:০৪:০২   ৯০ বার পঠিত