লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলায় বজ্রপাতে মো. লোকমান নামে ৪৫ বছর বয়সী এক জেলে নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে। নিহত লোকমান ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপাতা এলাকার মৃত আব্দুল ওহাব বেপারীর ছেলে।
জানা গেছে, সকালে গরুর জন্য ঘাস কাটতে এবং মই জাল দিয়ে নদীতে মাছ ধরতে বাড়ি থেকে বের হন জেলে লোকমান। এ সময় তেঁতুলিয়া নদীতে মই জাল দিয়ে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে ঝলসে যান তিনি। বিষয়টি পাশে থাকা লোকজন টের পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলে লোকমান বেপারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ওই জেলের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:২০:২৬ ১৩৩ বার পঠিত