দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতির এজলাস কক্ষ নানা মাত্রায় সংস্কারের পর আজ পুনরায় বিচার কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১০ জুন) বিকেল ৪টা থেকে এজলাস কক্ষে বসেছে বিশেষ অধিবেশন।
প্রধান বিচারপতি, আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি বিশেষ অধিবেশনে অংশ নিয়েছেন।
এজলাস কক্ষের ছবি তোলা দণ্ডনীয় অপরাধ হলেও আজ প্রধান বিচারপতি আদালত কক্ষের ছবি ওঠানো, ভিডিও, লাইভ করার সুযোগ করে দিয়েছেন। অনেক গণমাধ্যম বিশেষ অধিবেশন লাইভ সম্প্রচার করছে।
বিশেষ অধিবেশনে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের গৌরবময় ইতিহাস তুলে ধরে বক্তব্য দিয়েছেন। ইতোমধ্যে এজলাস কক্ষ আইনজীবী ও গণমাধ্যমকর্মীতে পরিপূর্ণ হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৬:১২ ১৮০ বার পঠিত