সোমবার, ৩ জুন ২০২৪

লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন এর কমিটি গঠন : সভাপতি শুভ, সাকিব সম্পাদক

প্রথম পাতা » শিরোনাম » লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন এর কমিটি গঠন : সভাপতি শুভ, সাকিব সম্পাদক
সোমবার, ৩ জুন ২০২৪



   ---

                            এম রিয়াজ উদ্দিন লালমোহন (ভোলা) প্রতিনিধি : “প্রতিভা বিকাশে সহযোগিতাই আমাদের লক্ষ, হোক না আধার তবুও চলো…” এই প্রতিপাদ্যে ১৯৮৬ সালে  পথ চলা শুরু হওয়া ভোলার লালমোহনের শিক্ষার্থীদের সংগঠন “লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশন” এর নতুন কমিটি গঠন করা হয়েছে । নবগঠিত এ কমিটিকে অনুমোদন দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক নূরুন্নবী চৌধুরী শাওন এবং উপদেষ্টামন্ডলী।

নতুন কমিটিতে নায়মুল হাসান শুভকে সভাপতি এবং মো. সাকিব হাওলাদারকে সাধারণ সম্পাদক করে লালমোহন স্টুডেন্টস এসোসিয়েশনের ২৮ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি গঠন করা হয়। কমিটিতে  অন্যান্যদের মধ্যে মো. পান্না, নাহিদুল ইসলাম নাহিদ, অভি হাছান, মাহির ফয়সাল প্রণয়, তাজউদ্দিন সাজিদ, ফাহাদ হোসেন হিরা, মেহেদী হাসান সিহাব, তরিকুল ইসলাম রাফসান এবং মো. সজিবকে সহ-সভাপতি করা হয়েছে।

অন্যদিকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. সিহাদ, মেহেদী হাসান, মো. মহিবুল্যাহ মুন্না, সিহাব উদ্দিন শামীম, মো. রাসেল আহমেদ, সাগর চন্দ্র দাস এবং সাব্বির আহমেদ লিমন। নবগঠিত কমিটিতে সাগঠনিক সম্পাদক হিসেবে আছেন, মো. রাতুল, মো. এনাম, তাসওয়ার, মেশকাত, ইকরা, রাফাত, তিবা এবং আলিফ।

 দপ্তর সম্পাদক ফৌজিয়া নাজনিন অন্তরা এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন সুমাইয়া ইসলাম নদী।

বাংলাদেশ সময়: ০:১৬:০৯   ১১১ বার পঠিত