রবিবার, ২ জুন ২০২৪

রহস্য উম্মোচনসহ/ রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ সম্রাট বাহিনীর দুজন গ্রেপ্তার

প্রথম পাতা » শিরোনাম » রহস্য উম্মোচনসহ/ রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্রসহ সম্রাট বাহিনীর দুজন গ্রেপ্তার
রবিবার, ২ জুন ২০২৪



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ  রাজবাড়ীর পাংশায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবির অভিযানে একটি ওয়ান শ্যূটার গানসহ ভারতে পালিয়ে থাকা সম্রাট বাহিনীর সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হল রাজবাড়ী জেলার বাসিন্দা। সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মোঃ ফরিদ শেখের ছেলে মোঃ মামুন শেখ (২৩) অন্যজন জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের নাওড়া বন গ্রামের বিশ্বজিৎ মন্ডলের ছেলে দ্বিগ বিজয় মন্ডল (২০)।

বুধবার (৩০মে) সন্ধ্যা সাতটার দিকে জেলা গোয়েন্দা

পুলিশের এসআই মোঃ হাসানুর রহামন এর নেতৃত্বে একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে পাংশায় অভিযান পরিচালনা করে। ওইসময় পাংশার বঙ্গবন্ধু সরকারি কলেজের পশ্চিম পাশের টিনশেড ভবনের ২নং কক্ষের সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

রহস্য উম্মোচন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রকাশ করে যে,  বিভিন্ন সময় তারা সম্রাটের নির্দেশে পাংশা থানা এলাকাসহ আশপাশ এলাকায় নিরীহ মানুষদেরকে অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়  সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল ।

তারই ধারাবাহিকতায়  এলাকায় সম্রাট বাহিনীর আধিপত্য বিস্তার এবং এলাকায় ত্রাস সৃষ্টি করার জন্য আসামীদ্বয় অস্ত্র সহ অবস্থান করিতেছিলো।

ধৃত আসামী মোঃ মামুন শেখ এর বিরুদ্ধে ইতো পূর্বে আরো একটি অস্ত্র মামলার তথ্য পাওয় যায়।

উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ীর পাংশা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৮:৫৬   ৬৬ বার পঠিত