চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি,
ভোলার চরফ্যাশনে শ্বশুরবাড়িতে আনোয়ার হোসেন ঢালী নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গত শনিবার আনোয়ার হোসেন ঢালীকে আমিনাবাদ ইউনিয়নের কুলছুমবাগ গ্রামে শ্বশুরবাড়িতে নির্যাতনের পর আটকে রাখা হয়। সোমবার বিকেলে খবর পেয়ে আনোয়ারের পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাবি স্ত্রী মাজেদা বেগম জানান, আনোয়ারের ব্যবসায়িক পরিস্থিতি মন্দা থাকায় স্ত্রী রিপা বেগম তাঁকে ফেলে বাবার বাড়ি চলে যায়। কয়েক দিন আগে আনোয়ারকে শ্বশুরবাড়ি ডেকে নেয় রিপা। পরে গোপনে গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে রিপাকে লঞ্চ থেকে ফেরত আনেন আনোয়ার। এতে ক্ষিপ্ত হয়ে রিপা ও তার পরিবারের সদস্যরা আনোয়ারকে মারধর করে।
এদিকে আনোয়ারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্ত্রী রিপা ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।
চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরাদ হোসেন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আনোয়ারের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:০৫ ১৩৩ বার পঠিত