বুধবার, ২৯ মে ২০২৪

লালমোহনে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রথম পাতা » শিরোনাম » লালমোহনে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
বুধবার, ২৯ মে ২০২৪



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি :

 

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার( ২৯ মে) সকালে লালমোহন উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে বদরপুর, ফরাজগঞ্জ, ধলীগৌরনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এদিন প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ এস এম মাহবুব উল আলমসহ  বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

বাংলাদেশ সময়: ১৮:২০:৪১   ১১৫ বার পঠিত