লালমোহন( ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৫ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় । ভোটগ্রহণ শেষে রাতে উপজেলা পরিষদ হলরুমে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ইউসুফ হারুন।
ঘোষিত ফলাফলে ৬ হাজার ২৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী মো. মাকসুদুর রহমান হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী সাবেক চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু পেয়েছেন ৫ হাজার ৩৫৫ ভোট।
এছাড়া ও অন্যান্য প্রার্থীর মধ্যে টেবিল ফ্যান প্রতীকের হোসেন সোহরাব উদ্দিন শাহ্ (হুমায়ুন পেয়েছেন ৪ হাজার ৬৬৭ ভোট, দুটি পাতা প্রতীক নিয়ে মো. জোবায়ের হোসেন নেহাল পেয়েছেন ১ হাজার ৯১৬ ভোট।
অপরদিকে, ঘোড়া প্রতীকের সালমা বেগম পেয়েছেন ১১ ভোট, ঢোল প্রতীকের মো. জহির উদ্দিন পেয়েছেন ১৫ ভোট, রজনীগন্ধা প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৩১ ভোট, আনারস প্রতীকের মো. হেলাল উদ্দিন পেয়েছেন ৪০ ভোট,টেলিফোন প্রতীক নিয়ে মো. রিয়াজ উদ্দিন পেয়েছেন ১২৭ ভোট এবং অটোরিকশা প্রতীক নিয়ে মো. এনায়েত কবীর পিকলু পেয়েছেন ২০২ ভোট।
বাংলাদেশ সময়: ১৭:৩৭:৪৬ ১০৪ বার পঠিত