স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর জেলা গোয়েন্দা শাখা, ডিবি’র অভিযানে ছয় লক্ষ চুরানব্বই হাজার টাকার ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট অবৈধ রূপার অলংকার সহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মির্জাপুর গ্রামের মীর হাসেম আলীর ছেলে মীর হালিম হোসেন (২৮)।
রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি) মোঃ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে গত শুক্রবার (১০ এপ্রিল) বিকেল তিনটার দিকে এসআই মিলন চন্দ্র বর্মন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সদর উপজেলার খানখানাপুরের হযরত আলী এর চায়ের দোকানের সামনে মহাসড়কের উপর ফরিদপুর থেকে দৌলতদিয়া ঘাটগামী kabir deluxe নামক একটি গাড়ি তল্লাশি করে আসামী মীর হালিম হোসেন (২৮) কে রূপার অলংকারসহ আটক করে।
ওইসময় তার কাছ থেকে উদ্ধার করে ২৩৭ টি রূপার নুপুর, যার মোট ওজন ৪৩৩ ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট।
আসামী মীর হালিম হোসেন চোরা চালানোর মাধ্যমে ইন্ডিয়া থেকে চোরাই পথে শুল্ক ফাঁকি দিয়ে চারটি পার্স ব্যাগের মধ্যে উল্লেখিত পরিমাণ রুপার অলংকার ভরে তার পরিহিত প্যান্টের নিচে কাপড় দিয়ে বেঁধে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিল।
উক্ত ঘটনার বিষয়ে রাজবাড়ী সদর থানায় THE SPETIAL POWER ACT, 1974 এর 25B ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:১০:১৩ ১৬৭ বার পঠিত