স্বপন সওদাগর জয়পুরহাট :
জয়পুরহাটে অপহৃত ১৭ বছররের নাবালক আরিফ কে উদ্ধার এবং অপহরণকারী চক্রের মুলহোতা ওসমান সহ ৩ জন কে গ্রেফতার করেছে র্্যাব।
ঘটনার বিবরনে জানাযায়, ভিকটিম আরিফ (২৮ এপ্রিল) বিকেল বেলায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের ০৬ নাম্বার ওয়াডের নির্বাচনের ফলাফল জানার জন্য দিবাকপুর উচ্চ বিদ্যালয় মাঠে যায়।
বাড়িতে না ফিরলে, আরিফের বাবা ছেলের মোবাইল ফোনে তারঁ ব্যাক্তিগত মোবাইল ফোন থেকে ফোন দেয়,অপর প্রান্ত থেকে অপরিচিত একজন ফোন রিসিভ করে বলেন, আপনার ছেলে আমাদের হেফাজতে আছে।
( ২৯ এপ্রিল) সকাল ৯ টার মধ্যে ১০ লক্ষ টাকা দিয়ে আপনার ছেলে কে নিয়ে যাবেন।
পরবর্তীতে ভিক টিমের বাবা পাঁচবিবি থানা ও সিপিসি- ৩, জয়পুরহাট র্্যাব ক্যাম্পে আরিফ অপহরন বিষয়ে অভিযোগ দায়ের করলে, বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাঁচবিবি উপজেলার ভেড়ারচড়া নামক এলাকা হতে অপহরণ চক্রের মুলহোতা ওসমান, তার সহযোগী নাইম ও আশিক কে গ্রেফতার এবং আরিফ কে সফলতার সাথে উদ্ধার করে র্্যাবের আভিযানিক দল।
প্রেস বিজ্ঞপ্তিতে র্র্যাব কর্মকর্তা জানান,ভিকটিম আরিফের ভাষ্যনুযায়ী অপহরণকারীরা তার হাত, মুখ, পা ও চোখ বেধে নির্জন ভেড়ারচড়া নমক স্থানে নিয়ে গিয়ে আরিফ কে ঘুমের ঔষধ খাইয়ে তাকে আটকিয়ে রেখে মুখে টেপ ও গামছা পেচিয়ে অভিনব কায়দায় শারিরীক নির্যাতন করে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আরিফ কে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে জয়পুরহাট পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ০:০২:৫৩ ২০৫ বার পঠিত