রবিবার, ২৮ এপ্রিল ২০২৪

নগরীতে নারীর ২৮ লাখ টাকা আত্মসাৎ করতে প্রতারক চক্র ১২৫ টি একাউন্ট ব্যবহার

প্রথম পাতা » শিরোনাম » নগরীতে নারীর ২৮ লাখ টাকা আত্মসাৎ করতে প্রতারক চক্র ১২৫ টি একাউন্ট ব্যবহার
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪



---

মোসলেহ উদ্দীন সবুজ

চট্টগ্রাম  প্রতিনিধি,


ইসলামী ব্যাংক এবং ব্র্যাক ব্যাংকের একাধিক একাউন্টসহ ১২৫টি বিকাশ এবং নগদ নম্বর ব্যবহার করে এক নারীর কাছ থেকে প্রায় ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র।

 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালতে ভুক্তভোগী নারী ওই প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন।


আদালত শুনানি শুনে  মামলা গ্রহণ করে সিআইডিকে দ্রুততম সময়ের মধ্যে এই চক্রের সদস্যদের চিহ্নিত করে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।


বাদি পক্ষের বিজ্ঞ  আইনজীবী এডভোকেট গোলাম মাওলা মুরাদ সাংবাদিকদের বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে মোবাইলে মেসেজ পাঠিয়ে প্রতারক চক্র তাদের গ্রাহক সংগ্রহ করে। অফলাইন এবং অনলাইনে প্রতারক চক্রের কাস্টমাইজ করা নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করলেই টাকা মিলবে- এমন প্রলোভন দেখিয়ে গ্রাহক সংগ্রহ করতো এই প্রতারক চক্র।

প্রথম দিকে তিন-চার বার প্রতারক চক্র গ্রাহককে নির্দিষ্ট টাকাও প্রদান করে। এরপর প্রতারক চক্র ভুক্তভোগীদেরকে তাদের পাতা ফাঁদে ফেলে বিকাশ, নগদ এবং বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৬:৫৮:১৭   ১৪০ বার পঠিত