লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় গোসল করতে পুকুরে নেমে পানিতে ডুবে মো. ফাহিম নামে ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রজ্জব আলী বিশ্বাস বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু ফাহিম ওই বাড়ির মো. ফরিদ বিশ্বাসের ছেলে।
কালমা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে নামে শিশু ফাহিম। এ সময় পানিতে ডুবে যায় সে। শিশু ফাহিমের ছোট চাচাতো ভাই বিষয়টি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানান। পরে স্বজনরা তাকে খুঁজতে ওই পুকুরে নামেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশু ফাহিমকে পুকুরের মধ্য থেকে ডুবন্ত অবস্থায় মৃত উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৩:১১:১৮ ১৪৯ বার পঠিত