বিশেষ প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসআই মো: মিনহাজ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৪ এপ্রিল রাত ৯.০৫ মিনিটের দিকে পাংশা থানাধীন নারায়নপুর এলাকা হইতে মাদক ব্যবসায়ী নারায়নপুরের কেসমত মুন্সির ছেলে মো: জাহাঙ্গীর মুন্সি (৩৭), নিকট হইতে ২৫পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১৫ এপ্রিল রাত ২.১৫ মিনিটের দিকে উপজেলার যশাই ইউনিয়নের শাকদা এলাকা থেকে মৃত্যু জাফর মন্ডলের ছেলে লিটন মন্ডল (৩২) এর নিকট হইতে তিনশত গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।
এসআই তারিকুল ইসলাম ও এসআই ফজর আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় পরোয়ানাভুক্ত আসামী মোঃ বাবু আলী বিশ্বাস, পিতা-মৃতঃ বাহাদুর, এবং হাসান মাহমুদ (৩৩), পিতা-মৃতঃ আব্দুস সালাম মিয়া দ্বয়দের গ্রেফতার করে উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়। উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়। পরে ১৫ এপ্রিল আসামীগণদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৫৬:০০ ৮৪ বার পঠিত