রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

চট্টগ্রামে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » চট্টগ্রামে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন
রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩



 

---

চট্টগ্রাম নগরের খুলশী থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় নিহার রিছিল (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এ রায় ঘোষণা করেন। এসময় কারাগার থেকে মামলার একমাত্র আসামি নিহার রিছিলকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানামূলে আবার কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত নিহার রিছিল নগরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিসের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি শেরপুর জেলার নলিতা বাড়ি থানার মায়াখাসী গ্রামে। তার বাবার নাম খরিপ সাংমা।

আদালত সূত্র জানা যায়, ভুক্তভোগী এস এম মঈন উদ্দিন ওরফে তন্ময় দণ্ডপ্রাপ্ত আসামি নিহার রিছিলের একই প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস অফিসার ছিলেন। কোনো কারণে তাদের মধ্যে মনোমালিন্যের জেরে খুলশী থানার লালখান বাজার এলাকায় ওই প্রতিষ্ঠানের মেসে ২০২২ সালের ৩১ জানুয়ারি মঈন উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা করে নিহার রিছিল। এ ঘটনায় পরদিন ভুক্তভোগীর ভাই এস এম আমিন উদ্দিন বাদী হয়ে নগরের খুলশী থানায় হত্যা মামলা দায়ের করে।

মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হয় ২০২২ সালের ২৯ জুন। এটি আদালতে গৃহীত হয় একই বছরের ৩ জুলাই। এরপর একই বছরের ১১ নভেম্বর মামলাটিতে একমাত্র আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে আদালত।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, মামলাটির বিচারিক প্রক্রিয়ায় ১৪ জনের মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। এরপর আজ (রোববার) রায় ঘোষণা করা হয়। এতে একমাত্র আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮:৪৪:৩৩   ১৯৪ বার পঠিত