স্বপন সওদাগর জয়পুরহাট :
জয়পুরহাটের পাঁচবিবি থাকে ৩ টি শুটারগান সহ সন্ত্রাসী মাদক ব্যবসায়ী ইলিয়াস কে আটক করেছে র্্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্্যাব- ৫ সিপিসি-৩ এর আভিযানিক দল গত(৩১ মার্চ) রবিবার রাত ১১ টা ৪৫ মিনিটে পাঁচবিবি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইলিয়াস পাঁচবিবির রামভদ্রপুর গ্রামের মৃত আছিরউদ্দিনের ছেলে। সে একজন কূখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে ক্ষমতার দাপট দেখিয়ে এলাকাবাসী কে ভয়ভিতী দেখাত যাতে করে কেউ যেন তার বিরুদ্ধে অবস্থান না নিতে পারে। সে প্রতিনিয়ত সন্ত্রাসী কার্যকলাপ পাঁচবিবি এলাকায় প্রভাব খাটিয়ে সেন্ডিকেট নিয়ন্ত্রণ করতো।
সমবার(১ এপ্রিল) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে র্্যাব জানান, অস্ত্র ও মাদক ব্যবসায়ী, মাদক সেবী সেন্ডিগেটের অন্য সদস্যদের ধরতে জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা টিম নিরলস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
যথাযথ আইন গত ব্যবস্থা গ্রহন করতে সন্ত্রাসী ইলিয়াস কে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:৫৬:০৭ ১৩৫ বার পঠিত