মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

পাঁচবিবি সীমান্তে দুই কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার ২ জন

প্রথম পাতা » শিরোনাম » পাঁচবিবি সীমান্তে দুই কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার ২ জন
মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪



---

স্বপন সওদাগর জয়পুরহাট :

জয়পুরহাটে পাঁবিবিতে হাটখোলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ দুই জন কে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

গত শুক্রবার(২৯ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির জয়পুরহাট -২০ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা গ্রামের আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু(২৬)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শুক্রবার (২৯ মার্চ) দুপুর পৌনে ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির উপঅধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে হাটখোলা বিওপির টহল কমান্ডার নায়েক আতোয়ার রহমানের পরিচালনায় একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৮১/৩২- এস হতে আনুমানিক ২ কিলোমিটার অভ্যন্তরে পূর্ব উচনা মান্নানের মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আব্দুল ওহাব ও মেহেদী হাসান পাপ্পু নামে দুজন কে ২০ টি স্বর্ণের বার সহ গ্রেফতার করা

হয়। পাশাপাশি একটি মোটর সাইকেল ও সীমকার্ড সহ দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

জব্দ করা ২০ টি স্বর্নের বারের মোট ওজন প্রায় ২ কেজি ৩৩২ গ্রাম।যার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি ২৯ লাখ ২১ হজার ৬৪ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

বাংলাদেশ সময়: ৭:৫২:১১   ১৩৫ বার পঠিত