রবিবার, ৩১ মার্চ ২০২৪

বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রাজবাড়ীতে রেইজ প্রকল্পের সেমিনার

প্রথম পাতা » শিরোনাম » বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রাজবাড়ীতে রেইজ প্রকল্পের সেমিনার
রবিবার, ৩১ মার্চ ২০২৪



 

---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


রবিবার (৩১মার্চ) সকালে রাজবাড়ী জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টার এর যৌথ আয়োজনে এই প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক আবু কায়সার খান এর সভাপতিত্বে রেইজ প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক  (যুগ্ম সচিব) আরিফ আহমেদ খান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মুকিত সরকার,


অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  সূবর্ণা রাণী সাহা,  রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বারসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:০৫   ৭৩ বার পঠিত