স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের অফিসার্স ক্লাব চত্বরে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, রাজবাড়ী -২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, পিপিএম, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন।
আরোও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন, বাকাউল আবুল হাসেম, সিরাজ আহম্মেদ, মো: আ: জলিল মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬:২৫:৫৫ ১০১ বার পঠিত