মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, ৭ জনের যাবজ্জীবন

প্রথম পাতা » শিরোনাম » জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা, ৭ জনের যাবজ্জীবন
মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪



---


স্বপন সওদাগর জয়পুরহাট:

জয়পুরহাটে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুর রহিম  হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন  সাজা দিয়েছেন আদালত।

একই সাথে তাদের প্রত্যেক জনের ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে  দুই বছরের সাজা দেওয়া হয়েছে।


রোববার (২৪ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রাজজ –১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। জয়পুরহাট জজকোর্টের পাবলিক প্রসিকিটর অ্যাডভোকেট নিপেন্দ্রনাথ মন্ডল পিপি এসব তথ্য নিশ্চিত করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন– জয়পুরহাট আক্কেলপুর উপজেলার বেগুনবাড়ি গ্রামের ফরহাদ আলী সরদার ঝন্টু,মাহমুদ তারিক,আব্দুল গফুর, সোহাগ, তৌফিক ইসলাম, জুয়েল  বখতিয়ার, হাসিবুল হাসান।

এদের মধ্যে একজন সেনা এবং একজন বিজিবি সদস্য বলে জানা যায়।


আসামীদের মধ্যে আব্দুল গফুর ও সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন।


ঘটনার বিবরনে জানাযায়, ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রহিম ২০০৭ সালের ৭ জানুয়ারি ঈদ করার জন্য নিজ বাড়ি আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে আসেন। ১১ জানুয়ারী বিকেল বেলা নিজ বাড়ি থেকে বেড় হয়ে আর ফিরে আসেনি।

পরের দিন সকালে দক্ষিণ কানুপুর গ্রামের পাশে একটি পুকুরপাড় থেকে তার রক্তাক্ত মরদেহ  উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই আসিদুল ইসলাম বাবুল বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে আদালত দীর্ঘ শুনানির পর রোববার এ রায় দেন।

বাংলাদেশ সময়: ১২:৪৭:০৩   ১৮২ বার পঠিত