রবিবার, ২৪ মার্চ ২০২৪

প্রতারণার অভিযোগে কিউকমের সিইওকে লিগ্যাল নোটিশ

প্রথম পাতা » শিরোনাম » প্রতারণার অভিযোগে কিউকমের সিইওকে লিগ্যাল নোটিশ
রবিবার, ২৪ মার্চ ২০২৪



---

গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রিপন মিয়াকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। 

রোববার (২৪ মার্চ) আব্দুল্লাহ আল মামুন নামে এক গ্রাহকের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।

 

নোটিশে বলা হয়েছে, নোটিশদাতা অনলাইন প্লাটফর্মে কিউকমের বিজ্ঞাপন দেখে ২০২১ সালের ২১ জুন তিনটি মোটরসাইকেল অর্ডার করেন। ওইদিনই মূল্য হিসেবে প্রতিষ্ঠানটিকে তিন লাখ ৯১৩ টাকা পরিশোধ করেন। কিন্তু প্রতিষ্ঠানটি এক মাসের মধ্যে বাইক প্রদানের কথা থাকলেও দীর্ঘ এই সময়েও অর্ডার করা বাইক প্রদান করতে পারেনি।

নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে অর্ডার করা বাইক অথবা ক্ষতিপূরণসহ মূল্য পরিশোধের আহ্বান জানানো হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

 

 

বাংলাদেশ সময়: ২০:১০:২৪   ১৭০ বার পঠিত