স্বপন সওদাগর জয়পুরহাট :
জয়পুরহাটে কিশোর গ্যাং এর জানু গ্রুপের লিডার সোহান সহ ৮ জন আটক করেছে র্্যাব।
জয়পুরহাট শহরের স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঘটনার বিবরনে জানাযায়, সমসাময়িক সময়ে জয়পুরহাটে কিশোর গ্যাং এর উৎপাতে এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে এবং এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভূগছে। যে কোন সময় সমাজ বিরোধী,অপরাধের সঙ্গে জড়িত হয়ে সন্ত্রাসী কাজে লিপ্ত হচ্ছে।
এমন পরিস্থিতিতে, র্্যাব- ৫ সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা দল কিশোর গ্যাং এর বিরুদ্ধে নজরদারি চলমান রাখে জেলার স্টেডিয়াম এলাকা থেকে গত শুক্রবার(২২ মার্চ) বিকেলে জানু গ্রুপ নামক কিশোর গ্যাং এর গ্রুপ লিডার সোহান ( ২৫)সাকিব খান রাতুল (২৩) আবদুল্লাহ মুমিন(২৩) জয়ন্ত কুমার(২১), আব্দুল হাই কাফি তামিম(২৩), পিযুষ কুমার মহন্ত আনন্দ(২৪), জয় মহন্ত(২২), ও পিপাস মোল্লা(২৩) সহ কিশোর গ্যাং সদস্য কে আটক করা হয়।তাদের বাড়ি জয়পুরহাট শহরের বিভিন্ন এলাকায় জয়পুরহাট র্্যাব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক মেজর মো: শেখ সাদিক জানান, সম্প্রতি জয়পুরহাটে কিশোর গ্যাংয়ের উৎপাত আশন্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে তারা। এমন বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জয়পুরহাটের স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং লিডার সোহান সহ ৮ জন কে আটক করা হয়। পরবর্তীতে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ২০:০১:৩২ ১৯০ বার পঠিত