মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গেছেন প্রধান বিচারপতির ওবায়দুল হাসান। শুক্রবার (২২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশত্যাগ করেন।আগামী ৩১ মার্চ প্রধান বিচারপতি দেশে ফিরবেন। এ সময় পর্যন্ত প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতু রহিম।
শনিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শুক্রবার দিনগত রাত ৩টা ১০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করছেন। আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতির সাক্ষাৎ হবে।
প্রধান বিচারপতির অবর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি এম ইনায়েতুর রহিম প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আগামী ৩১ মার্চ বাংলাদেশের ফিরবেন বলে জানানো হয়।
বাংলাদেশ সময়: ২১:০৫:৫৬ ২২২ বার পঠিত