শুক্রবার, ১৫ মার্চ ২০২৪

ভোলার দৌলতখানে আগুনে পুড়ে ছাই বসত ঘর। ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা বলে ধারণা করছে পরিবার।

প্রথম পাতা » শিরোনাম » ভোলার দৌলতখানে আগুনে পুড়ে ছাই বসত ঘর। ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকা বলে ধারণা করছে পরিবার।
শুক্রবার, ১৫ মার্চ ২০২৪



---


লোকমান ইবনে মোশারেফ।

দৌলতখান (ভোলা) প্রতিনিধি,

ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নুরুলহক ফরায়েজী বাড়ির আব্দুল খালেকের (৫৫) ডুপ্লেক্স বসত ঘরে আগুন লেগে দোতলা ও নিচ তলার পাকের ঘর পুড়ে ছাই গেছে।

এতে তার ১০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ধারণা করা হয়।

মঙ্গলবার (১২ মার্চ) বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। আগুনের সূত্রপাত সম্পর্কে সঠিক কোন কারণ পাওয়া যায়নি।

আব্দুল খালেকের স্ত্রী রহিমা জানায়, মঙ্গলবার বিকাল ৩ টার সময় আমি নিচতলায় কাজ করার সময় উপরের তলায় বিকট একটি আওয়াজ শুনতে পেয়ে উপরে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমার ডাক চিৎকারে এলাকার লোক জন ছুটে এসে ফায়ার সার্ভিসে ফোন দিলে  দুই ঘন্টা পর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমার উপরের তলায় থাকা ১০ হাজর সুপারি, ধান, চাল, ও প্রয়োজনীয় আসবাবপত্র সহ নিচের পাকের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়।

দৌলতখান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার কাওসার হামিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ৩:৩০ মিনিটে ফোন পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পৌঁছাই। পরে আরো দুইটা ইউনিট আসে। এক ঘন্টা ২০ মিনিটের চেষ্টায় আমার আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ৫:৪৫:৪৬   ১৯১ বার পঠিত