বুধবার, ১৩ মার্চ ২০২৪

রমজান উপলক্ষে দ্রব্য মুল্য নিয়ন্ত্রন রাখতে কৃষি বিপণন সভা

প্রথম পাতা » ড্রাফট » রমজান উপলক্ষে দ্রব্য মুল্য নিয়ন্ত্রন রাখতে কৃষি বিপণন সভা
বুধবার, ১৩ মার্চ ২০২৪



---


স্বপন সওদাগর, জয়পুরহাট প্রতিনিধি :

 রমজান মাসে  দ্রব্য মুল্য নিয়ন্ত্রন  রাখার কৃষি বিপণন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী - এর সভাপত্বিতে জেলার পাইকারি ও খুচরা ব্যবসায়িদের নিয়ে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহীউদ্দীন জাহাঙ্গীর, জেলা কৃষি সন্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক মোছা রাহেলা পারভিন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী, র্্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আবদুল মওদুদ, কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায়,জেলা প্রাণিসস্পদ অফিসার মোঃ মহীর উদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা জি এম সেলিম, চেম্বার অফ কমার্সের সভাপতি  হাকিম মন্ডল, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারি বৃন্দ  কর্মকর্তা মাছ,মাংশ,সবজি,মুদি দোকানিসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন দ্রব্য ব্যাবসায়ী ও সাংবাদিক বৃন্দ।

এসময় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী বলেন,উল্লেখিত দামে বিক্রি ও প্রত্যেক দ্রব্যের উপর মূল্য ও প্রতিদিনের বাজার দর বোর্ডে লিখে না রাখলে এবং কোন ব্যবসায়ী কারসাজি করে সিন্ডিকেট করার চেষ্টা করলে তাদে বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

বাংলাদেশ সময়: ১৪:১৪:৩৪   ১৮২ বার পঠিত