বুধবার, ১৩ মার্চ ২০২৪

স্বামী হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যু দন্ড

প্রথম পাতা » শিরোনাম » স্বামী হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যু দন্ড
বুধবার, ১৩ মার্চ ২০২৪



---


স্বপন সওদাগর জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে পরকীয়া  প্রেমের জেরে স্বামী হত্যা মামলায় স্ত্রী সহ দুজনের মৃত্যু দন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সমবার (১১মার্চ) বেলা ১২ টার দিকে অতিরিক্ত দায়রাজজ -১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দন্ড পাপ্তরা হলেন, ক্ষেতলাল উপজেলার দূর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে জোৎনা বেগম ও দাশরা খান পাড়া বলু মিয়ার ছেলে শাহিন মিয়া বাবু।

মামলার বিবরনে জানাযায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম জোৎনা বেগম কে বিয়ের পর ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন।

শশুর বাড়ি ঘরজামাই বসবাস চলাকালীন জমিরুলের স্ত্রী ‘ র সঙ্গে  শাহিন মিয়া বাবু সঙ্গে  অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লে তাদের স্বামী - স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়।

তার জের ধরে ২০১৫ সালের ৯ নভেম্বর  বিকেলে আসামীরা জমিরুল কে শ্বাস রোধ করে হত্যা করে। নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


মামলাটি দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত এ রায় দেন।

রায়ের সত্যতা  নিশ্চিত করেছেন জয়পুরহাট জজকোর্টের (পিপি)  অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

বাংলাদেশ সময়: ১০:১৭:৪৩   ১৯৩ বার পঠিত