স্বপন সওদাগর জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ৪০ ভরি স্বর্নের ৪টি বার সহ এক চোরাকারবারি কে আটক করেছে ২০বিজিবি।
(৮মার্চ শুক্রবার) দুপুরে বিজিবি কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে ২০ বিজিবি ‘র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে শুক্রবারে সকাল সকাল সাড়ে সাতটার সময় বিজিবি টহল দল
দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৯ নাম্বার পিলারের কাছে দামুদার নামক স্থানে অভিযান চালানো হয়।
অভিযানে মোস্তাকিম রহমান কে ৪০ ভরি চারটি স্বর্নের বারসহ এক চোরাকারবারি কে
আটক করা হয়।
আটককৃত ব্যক্তি কে দিনাজপুরের বিরামপুর থানায় যথাযথ আইন গত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৪:১৮:৪২ ১৫৩ বার পঠিত