শুক্রবার, ৮ মার্চ ২০২৪

ভোট দিলেন ৫৩১৯ আইনজীবী, ফলাফলের অপেক্ষা

প্রথম পাতা » আইনজীবী সমিতি নির্বাচন » ভোট দিলেন ৫৩১৯ আইনজীবী, ফলাফলের অপেক্ষা
শুক্রবার, ৮ মার্চ ২০২৪



---

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৪-২৫ মেয়াদে নির্বাচনের দুদিনব্যাপী ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। দ্বিতীয় দিনের ভোটগ্রহণ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সোয়া ১০টায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টায় শেষ হয়। রাতেই ভোটগণনা শুরু হবে। গণনা শেষে ঘোষণা করা হবে ভোটের ফলাফল।


সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বুধবার (৬ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে প্রথমদিনের ভোটগ্রহণ শুরু হয়। ওইদিনও দুপুরে এক ঘণ্টা বিরতি (১টা থেকে ২টা পর্যন্ত) দিয়ে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত।

সাত হাজার ৮৮৮ ভোটারের মধ্যে প্রথমদিন ভোট দেন তিন হাজার ২৬১ জন আইনজীবী। দ্বিতীয় এবং শেষ দিনে ভোট দিয়েছেন দুই হাজার ৫৮ জন আইনজীবী। দুদিনে মোট পাঁচ হাজার ৩১৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।


ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুদিনব্যাপী এ ভোটগ্রহণ উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিরাজ করছে উৎসবের আমেজ। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়েরের নেতৃত্বে সাত সদস্যের কমিটি নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন। নির্বাচন পরিচালনায় উপ-কমিটিকে সহযোগিতা করছেন ১৫০ জন আইনজীবী।


দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির এ নির্বাচনে ১৪ জনের কার্যনির্বাহী কমিটির সভাপতি, দুজন সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্য নির্বাচিত হবেন। এবারের নির্বাচনে সাত হাজার ৮৮৮ জন ভোটারের বিপরীতে মোট প্রার্থী ৩৩ জন।

 

বাংলাদেশ সময়: ৯:২১:২৭   ১০৮ বার পঠিত