বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

জয়পুরহাটে ট্যাপেন্টাডল সহ এক মাদক আটক।

প্রথম পাতা » শিরোনাম » জয়পুরহাটে ট্যাপেন্টাডল সহ এক মাদক আটক।
বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪



---

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে ৫ হাজার পিস ট্যাপেন্টাডলসহ একজন মাদক কারবারি কে আটক করেছে র্্যাব।


বুধবার বেলা ১১ টায় প্রেস বিজ্ঞপ্তিতে র্্যাব জানান, গতকাল রাতে ৯টার দিকে মাদক কেনাবেঁচার সময় জয়পুরহাট সদর থানাধীন দড়িপাড়া এলাকা থেকে র্্যাব-৫ সিসিপি - ৩ এর অভিযানিক দল মাদক কারবারি ইকলাস কে আটক করে।


এ সময় তার সহযোগী রতন কৌশলে পালিয়ে যায়।


তারা দুজনে এলাকার চিহ্নত মাদক কারবারি। ইকলাস সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাটের বিভিন্ন মহল্লা,  শহরের নিরিবিলি স্থানে পাইকারি এবং খুচরা বিক্রি করতো।

আসামি ইকলাস ও রতন সহযোগী হিসেবে কাজ করতো বলে জানা যায়।


যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২২:২৭   ১৬৮ বার পঠিত